মেঘনা নদীতে কার্গোতে ডাকাতি

বরিশালের হিজলা উপজেলার শাওড়া এলাকায় মেঘনা নদীর তীরে নোঙর করে রাখা ফ্লাই অ্যাশবাহী কার্গোতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে হিজলা থানায় অভিযোগ করা হয়েছে।

ডাকাতির শিকার কার্গো এমভি জহুরুল হাসান-৫-এর চালক মো. মাহফুজ বলেন, গত ২৫ নভেম্বর কার্গোতে ফ্লাই অ্যাশ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হই। মঙ্গলবার মেঘনা নদীর শাওড়া এলাকায় পৌঁছে কার্গো নোঙর করি। মধ্যরাতে একদল ডাকাত কার্গোতে উঠে আমাদের মারধর শুরু করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল, জ্বালানি তেল এবং জাহাজের যন্ত্রপাতি নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।

হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, কার্গোর চালক অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশপাশের এলাকার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।