পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বরগুনার পাথরঘাটা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। র‍্যাব বলছে, স্থানীয় জেলেরা জানিয়েছেন, তিনি জলদস্যু বাহিনীর সদস্য ছিলেন।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, পাথরঘাটার বিষখালী নদীর তীরে জলদস্যুরা অবস্থান নিয়েছে—এমন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৮। উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে জলদস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে র‍্যাব-৮ সদস্যরা। এতে একজন গুলিবিদ্ধ হয়। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

পটুয়াখালী জোনের র‍্যাবের লেফট্যানেন্ট কমান্ডার শহিদুল ইসলাম বলেন, সম্প্রতি দস্যুতার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। তাই দস্যুতা নির্মূলে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।