১৬ বছরেও শেষ হয়নি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নির্মাণকাজ

ভোলায় ১৬ বছরেও শেষ হয়নি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের নির্মাণকাজ। এমনকি জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২০০৪-৫ অর্থবছরে ভোলা কালেক্টরেট ভবনের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মাণের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। ভোলার তৎকালীন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল মান্নান ২০০৫ সালের ৯ জুন স্মৃতিফলক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মূল অবকাঠামো নির্মাণের পর শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা স্থাপনের সময় ঘটে বিপত্তি। শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সঠিক নয় বলে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ আপত্তি জানালে ফলকের নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। যা ১৬ বছরেও সমাধান হয়নি।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ বলেন, ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের সঠিক তালিকা এখনও গেজেট আকারে প্রকাশ হয়নি। এ জন্য শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা নিয়ে আমাদের আপত্তি।

ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা হাতে পেলেই স্মৃতিফলকের নির্মাণকাজ শেষ হবে। 

তিনি বলেন, জেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক হাজার ৫৩২ জন। এর মধ্যে জীবিত আছেন ৭৮৭ জন। জেলায় মুক্তিযোদ্ধাদের নামে কোনও ভাস্কর্য নেই।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে স্মৃতিফলকের নির্মাণকাজ শেষ করা হবে।