যাত্রী ডাকতে ডাকতে বাস থেকে ছিটকে পড়ে হেলপার নিহত

পটুয়াখালীর দুমকিতে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. সোহাগ (৩৪) নামে এক হেলপার নিহত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি-বরিশাল সড়কের মোল্লাখালী বেইলি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত সোহাগের বাড়ি ঝালকাঠি জেলার নলচিঠি উপজেলায়। তিনি একই বাসে হেলপারের কাজ করতেন।

ওই বাসে থাকা যাত্রীরা জানান, বিসমিল্লাহ পরিবহন নামের বাসটি সকাল সাড়ে ১০টার দিকে বাউফল বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। মোল্লাখালী এলাকায় পৌঁছালে বাসের দরজার পাশে দাঁড়িয়ে হেলপার সোহাগ পেছন দিকে তাকিয়ে যাত্রী ডাকতে থাকেন। এ সময় বাসটি বেইলি ব্রিজের উঠতে গেলে ব্রিজের রেলিংয়ের সঙ্গে সোহাগের মাথায় আঘাত লেগে ছিটকে পড়ে যান। পরে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই চালক পালিয়ে যান। বাসটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে।’