মরফিন বিক্রির দায়ে যাবজ্জীবন

মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে সুজন খান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আসামি সুজন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড এলাকার ইউনুস খানের ছেলে। গত বছরের ১৮ ফেব্রুয়ারি বরিশাল নগরীর কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে মেট্রোপলিটন ডিবি পুলিশ।

আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, বরিশাল নগরীর কাজীপাড়া এলাকা থেকে মেট্রোপলিটন ডিবি পুলিশ আসামি সুজনকে আটক করে। তল্লাশি চালিয়ে ৩০ অ্যাম্পল জি মরফিন ইনজেকশন উদ্ধার করে। ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির এসআই সুজিত কুমার গোমস্তা।

তিনি আরও জানান, ৪২ দিন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই ফিরোজ আলম গত বছর ৩০ মার্চ আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ১০ জনের সাক্ষ্য শেষে সুজনকে ওই সাজা দেন আদালতের বিচারক।