সম্পাদকের একক স্বাক্ষরে কমিটি, পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মেয়াদোত্তীর্ণ হয়েছে জানিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এ কমিটি বিলুপ্ত করা হয়।

তবে অভিযোগ উঠেছে, পিরোজপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের একক স্বাক্ষরে সংগঠনটির সদর উপজেলার কমিটি গঠন করায় তা বিলুপ্ত করা হয়েছে 

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ মে মো. জাহিদুল ইসলাম টিটুকে সভাপতি এবং অনিরুজ্জামান অনিককে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য পিরোজপুর জেলা কমিটির অনুমোদন দেন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। 

শুক্রবার রাতে সাধারণ সম্পাদক অনিক একক স্বাক্ষরে পিরোজপুর সদর উপজেলা কমিটি ঘোষণা করেন। এরপর ফেসবুকে সাধারণ সম্পাদকের পাশাপাশি সভাপতি টিটু স্বাক্ষরিত একই কমিটির একটি কপি ছড়িয়ে পড়ে। তবে টিটু দাবি করেছেন, কমিটিতে তার নামের স্বাক্ষরটি তার নয়। এ অবস্থায় রাতেই পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের আগামী জেলা কমিটিতে পদপ্রত্যাশী এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ রাসেল বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলা ছাত্রলীগের কমিটি না হওয়ায় ছাত্র নেতাদের মেধার বিকাশ ঘটেনি। তাই আগামী কমিটিতে ত্যাগী, পরিশ্রমী ও মেধাবী ছাত্রদের মূল্যায়ন করার দাবি জানাই।’

তবে দীর্ঘ সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় ছাত্রলীগের কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে বলে মনে করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইরতিজা হাসান রাজু।

/এএম/