‘শাবির উপাচার্যকে পদত্যাগে বাধ্য করা হবে’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে বরিশাল নগরীতে মশাল মিছিল করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। উপাচার্য দ্রুত পদত্যাগ না করলে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর নাজির মহল্লা এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়। এরপর চকবাজার ও ফজলুল হক এভিনিউ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের বি এম কলেজ শাখার সভাপতি কিশোর কুমার বালা, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি মো. জাবের, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল জেলা সংগঠক হুজাইফা রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুজয় শুভসহ অন্যান্যরা।

বক্তারা শাবিপ্রবির উপাচার্যকে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন।