X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০২৪, ২৩:০২আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২৩:০২

হল ত্যাগ করছেন না চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চুয়েট একাডেমিক কাউন্সিলের ১৫১তম জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণার পাশাপাশি বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

বিকাল সাড়ে ৩টায় এ ঘোষণা আসার পর থেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। নতুন করে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহ আমানত পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেন। তালা ঝুলিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে।

এ ছাড়া বিকালে চুয়েটের প্রধান প্রবেশপথসহ সব গেট অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তারা কোনও শিক্ষক এবং কর্মচারী কাউকে বের হতে দেননি।

এদিকে, বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রদের হলে বিদ্যুৎ ও পানির সংযোগ এবং ওয়াইফাই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে বলেন, চুয়েট বন্ধের ঘোষণা দ্রুত ফিরিয়ে নিতে হবে। সে সঙ্গে বিদ্যুৎ, পানি ও ওয়াইফাই সংযোগ পুনরায় প্রদানের দাবি জানান।

নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন

আফসার উদ্দিন নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের ১০ দফা দাবি আছে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা হল ছাড়বো না।

চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, চুয়েট একাডেমিক কাউন্সিল সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব শিক্ষার্থীকে হল ত্যাগ করতে বলা হয়েছে।

চুয়েট রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অত্র বিশ্ববিদ্যালয়ের দুই জন মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে উদ্ভূত পরিস্থিতির
কারণে বৃহস্পতিবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক
কাউন্সিলের ১৫১তম জরুরি সভা বসে। সেখানে সিদ্ধান্তক্রমে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সব একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) বন্ধ ঘোষণা করা হলো।

ছাত্রদেরকে বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে এবং ছাত্রীদেরকে শুক্রবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

এর আগে সোমবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট ছাত্র নিহত হন। আহত হন আরও এক ছাত্র। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- চুয়েট পুরকৌশল বিভাগের ২০২০ ব্যাচের ছাত্র শান্ত সাহা ও একই বিভাগের ২০২১ ব্যাচের তৌফিক হোসেন। এর মধ্যে শান্ত সাহা নরসিংদী সদরের কাজল সাহার ছেলে। তৌফিক হোসেন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। 

এ ঘটনায় আহত হন জাকারিয়া হিমু। তিনি পুরকৌশল বিভাগের ২০২১ ব্যাচের ছাত্র। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় নিহতের পর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

/এফআর/
সম্পর্কিত
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
সর্বশেষ খবর
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি