উদ্ধারের পর ৭ রাজ কাঁকড়া সাগরে অবমুক্ত

পটুয়াখালীর চরগঙ্গামতি এলাকা থেকে উদ্ধারের পরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাতটি রাজ কাঁকড়া অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল আড়াইটায় প্রাথমিক চিকিৎসা শেষে সৈকতের ঝাউবাগান এলাকা সংলগ্ন সাগরে সেগুলো অবমুক্ত করা হয়।

সকাল ৬টার দিকে সৈকত সংলগ্ন ভারানির খালে জেলেদের পাতা একটি জাল থেকে রক্তাক্ত এসব কাঁকড়া উদ্ধার করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডফিস।

রাজ কাঁকড়াওয়ার্ল্ড ফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সকালে একটি গবেষণার কাজে গঙ্গামতি এলাকায় যাওয়ার পথে এসব কাঁকড়া দেখতে পাই। পরে উদ্ধার করা হয়েছে। কিছু কাঁকড়ার গায়ে জাল পেঁচানো ছিল। চিকিৎসাবিজ্ঞানে এটি একটি মূল্যবান সম্পদ। ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এতদিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ায় এদের জীবন্ত জীবাস্ম বলা হয়।’