বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২ 

ঝালকাঠির রাজাপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েছে। দুর্ঘটনায় আরও এক যাত্রী নিহত হয়েছেন। এরআগে দুর্ঘটনায় বাসের সুপার ভাইজার মারা যান।  এতে অন্তত ১৬ জন বাসের যাত্রী ও ট্রাকে থাকা শ্রমিক আহত হয়েছে। শনিবার রাতে রাজাপুর উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে বাগড়ি ও পিংড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা আলহামদুলিল্লাহ নামে যাত্রীবাহী বাসটি পিরোজপুর যাচ্ছিল। অপরদিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পল্লীবিদুত্যের শ্রমিক নিয়ে বরিশাল আসছিল। ঘটনাস্থলে এসে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
 
এতে ঘটনাস্থলেই নিহত হন পার্শ্ববর্তী নলছিটি উপজেলার দপদপিয়ার প্রয়াত আব্দুল মজিদ খানের ছেলে বাসের সুপারভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান (৫৭)। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান পটুয়াখালীর গলাচিপার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)। 

আহত ১৬ জনের মধ্যে সাত জনকে ভর্তি রেখে চার জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজাপুর থানার ওসি পুলক।