সরকারি চাল বিতরণ না করে ঘরে রেখে দিলেন মেম্বার

বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার রাশেদুল ইসলাম বেপারীর ঘর থেকে  জেলেদের জন্য বরাদ্দ ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে এসব চাল উদ্ধার করা হয়। এই সময় অভিযুক্ত মেম্বার ঘরে ছিলেন না।

অভিযানে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্রত গোস্বামী বলেন, জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দ দেওয়া চাল ওই ইউনিয়ন পরিষদে দুই দিন আগে বিতরণ করা হয়। কিন্তু মেম্বার রাশেদ চাল বিতরণ না করে তা নিজ ঘরে রেখে দেন।

তিনি জানান, বিষয়টি এলাকা থেকে ইউএনওকে জানানো হয়। ইউএনও’র উপস্থিতিতে মেম্বারের ঘর থেকে জেলেদের চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্যাগ কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন ইউএনও।

চরকালেখা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। কিন্তু মেম্বার রাশেদুল ইসলাম বাসায় ছিলেন না।

তিনি দাবি করেন, ‘আমার কাছে মেম্বার রাশেদ স্বীকার করেছেন উদ্ধার করা চাল জেলেদের। তবে চাল বিতরণের দিন কার্ডধারী জেলেরা না আসায় তিনি তার ঘরে ওই চাল রেখে দেন। কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। তবে তার শত্রুরা ইউএনওকে ভুল বুঝিয়ে এ অভিযান চালিয়েছে।’