অফিস সহকারীকে মারধর, ৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অফিস সহকারীকে মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে শিক্ষাবোর্ডে। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হলেও শনিবার (০২ এপ্রিল) পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

বহিষ্কারের সুপারিশ করা শিক্ষার্থীরা হলেন সৈয়দ শাহারুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম ও তানভীর সানি। তারা ইনস্টিটিউটের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী।

মারধরের শিকার অফিস সহকারী শহিদুল ইসলাম বলেন, ‌‘গত ৩০ মার্চ অফিস কক্ষে কাজ করছিলাম। এ সময় রফিকুল ইসলাম এসে প্রত্যয়নপত্র চায়। প্রত্যয়নপত্র অধ্যক্ষ ছাড়া কেউ দিতে পারবে না তাকে জানানো হয়। তখন রফিকুল জানায়, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহারুল ইসলাম শান্ত তাকে প্রত্যয়নপত্র দিতে বলেছে। কোনোভাবেই তার পক্ষে প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয় জানালে রফিকুল চলে যায়।’

শহিদুল ইসলাম বলেন, ‘কিছুক্ষণ পর শান্ত, তানভীর, টিপু ও রফিকুলসহ সাত-আট এসে আমাকে মারধর শুরু করে। প্রত্যয়নপত্র কেন দেওয়া হয়নি তার জবাব চায় তারা। এ ঘটনায় শান্ত, তানভীর ও রফিকুলসহ অজ্ঞাত কয়েকজকে আসামি করে ৩১ মার্চ কোতোয়ালি মডেল থানায় মামলা করি।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘অফিস সহকারীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘ঘটনার পরদিন ৩১ মার্চ ওই তিন জনকে বহিষ্কারের সুপারিশ করে শিক্ষাবোর্ডে চিঠি দেওয়া হয়েছে। তবে শিক্ষাবোর্ড থেকে এখনও লিখিত সিদ্ধান্ত আসেনি।’