X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভোলায় স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল নেতা ও যুবদল কর্মী গ্রেফতার

ভোলা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৮:০৭আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৮:০৭

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- যুবদল কর্মী আলাউদ্দিন (৪০) ও তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সাবেক (ঘটনার পর বহিষ্কৃত) যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন (৩০)। বৃহস্পতিবার তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাব্বত খান।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া থেকে আলাউদ্দিন এবং রাত সাড়ে ৩টার দিকে ভোলার বোরহানউদ্দিন থেকে ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে আলাউদ্দিন মামলার ১ নম্বর এবং ফরিদ ২ নম্বর আসামি। এর আগে মামলার ৩ নম্বর আসামি ঝর্ণা বেগম এবং ৫ নম্বর আসামি মানিককে গ্রেফতার করা হয়। গত সোমবার সাত জনের নাম উল্লেখ করে এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী।

মামলার আসামিরা হলেন- আলাউদ্দিন, ফরিদ উদ্দিন, ঝর্ণা বেগম, আলমগীর হোসেন, মানিক, মামুন ও রাসেল। এ ছাড়া অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করা হয়। যারা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে এক ব্যক্তিকে (৩০) তজুমদ্দিন উপজেলার একটি গ্রামে ডেকে নেন তার তৃতীয় স্ত্রী (৪০)। পরে আসামিরা ওই ব্যক্তিকে আটকে রেখে চার লাখ দাবি করেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরদিন রবিবার সকালে তার প্রথম স্ত্রী (৩০) আসামিদের কাছ থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন।

/এএম/
সম্পর্কিত
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বশেষ খবর
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
দেশীয় প্রসাধনী শিল্পের রফতানি সম্ভাবনা বাড়াতে নীতিগত সহায়তা চান উদ্যোক্তারা
দেশীয় প্রসাধনী শিল্পের রফতানি সম্ভাবনা বাড়াতে নীতিগত সহায়তা চান উদ্যোক্তারা
এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!
এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা