চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৩

পটুয়খালীর গলাচিপা উপজেলায় চুরির অপবাদে এক কিশোরকে (১৬) শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—ওই কিশোরের মামি মমতাজ (৪৫), মামাতো বোন তানিয়া (৩০) ও প্রতিবেশী শামিম (৪০)। এ ঘটনায় ভুক্তভোগীর সৎমা বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করেছেন। ঘটনার মূলহোতা হজরত আলী এখনও পলাতক।

বাদীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই কিশোরের বাবা-মা ঢাকায় ছিলেন। গত ৯ এপ্রিল তার মামার বাসা থেকে ৮৫ হাজার টাকা চুরি হয়ে যায়। চুরির অপবাদে ওই কিশোরকে শিকল দিয়ে গাছে বেঁধে তিন দফা মারধর করে হজরত আলী। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন বিষয়টি দেখে ভিডিও করেন। কেউই এ ঘটনার প্রতিবাদ করেনি। ঘটনার পর থেকে ওই কিশোর নিখোঁজ। মারধরের এমন খবর পেয়ে তার বাবা ও মা ঢাকা থেকে বাড়িতে এসে থানায় অভিযোগ করেন। 

বোয়ালিয়া এলাকার এক বাসিন্দা বলেন, ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় ওই কিশোরের ওপর নির্যাতন চালানো হয়। গাছে বেঁধে রাখা হয়। পরে ১১ মে রাতে শিকলসহ পালিয়ে যায় সে। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। ওই কিশোরকেও উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।