মারা গেছে ভেসে আসা অসুস্থ মা ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি অসুস্থ ইরাবতি মা ডলফিন। রবিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ১০টার দিকে মা ডলফিনটি মারা যায়। এটির পেটে বাচ্চা ছিল।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, মাছটির শরীরে তেমন আঘাতে চিহ্ন নেই। তবে এটি জালে পেঁচানো ছিল। জীবিত অবস্থায় ভেসে এলেও পরে মাছটির মৃত্যু হয়। 

ওয়ার্ল্ড ফিশের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই প্রথম সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি ভেসে আসার কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি। 

পটুয়াখালী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ডলফিনটি উদ্ধার করে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য স্যাম্পল সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।