কুয়াকাটা সৈকতে দেখা মিললো ‘ইয়েলো-বেলাইড সি’ সাপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ‘ইয়েলো-বেলাইড সি’ সাপের দেখা মিলেছে। গত বুধবার সৈকতের ট্যুরিজম পার্কের সামনে সাপটি দেখেন স্থানীয়রা জেলেরা। পরে বিরল প্রজাতির এই সাপ দেখতে পর্যটকরা ভিড় করেন।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, গত বুধবার সকালে সৈকতের ট্যুরিজম পার্কের সামনে ‘ইয়েলো-বেলাইড সি’ সাপটি দেখতে পান জেলেরা।কয়েকজন পর্যটক গায়ে বালু মারতে থাকলে সাপটি সাগরে চলে যায়। এটি বিষধর সাপ। এদের পেটের রঙ হলুদ এবং দেহের উপরিভাগ কালো।

কঠিন বিষধর সাপটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না

ওযার্ল্ডফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সব সাপের মধ্যে ‘ইয়েলো-বেলাইড সি’ সাপ চতুর্থ। এটা বিষধর সাপ। সচরাচর এদের দেখা যায় না। গত বছরের জুনে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা যায়।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‌‘এই প্রজাতির সাপ বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এর নাম ‘ইয়েলো-বেলাইড সি’। এরা হাইড্রোফিদা পরিবারভুক্ত। ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই।’