প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়া কলেজছাত্র কারাগারে

বরিশালের গৌরনদীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে করা মামলায় এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়। সে এবার এইচএসসি পাস করেছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান।

এর আগে, মঙ্গলবার রাতে ওই এলাকার মন্দির কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন।

বাদী শান্তনু ঘোষ বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে মন্দির কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, ওই ছেলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে এবং তার পরিবারের অকল্যাণ চেয়ে প্রার্থনা হচ্ছে উল্লেখ করে সেখানে সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। বিষয়টি প্রমাণসহ দেখানোর পর গৌরনদী মডেল থানার ওসিকে জানাই।’

থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয় সে। এ ঘটনায় বাদী মন্দির কমিটির সভাপতি ওই কলেজছাত্রকে একমাত্র আসামি করে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন। রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ দুপুরে বরিশাল আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।’

এ বিষয়ে ওই ছেলের বাবা বলেন, ‘আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। সুস্থ অবস্থায় থেকে সে এ কাজ করেনি।’