৪ শ্রমিককে পেটানোর অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় চার জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জুলাই) দুপুরে পৌর শহরের এতিমখানা এলাকায় নির্মাণাধীন একটি সাত তলা ভবনের চার নির্মাণ শ্রমিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন তিনি।

আহতরা হলেন- আবুল কালাম (৫০) ও চুন্নু মিয়াকে (৩৬), খাদেম (৬০) ও উজ্জ্বল (৩২)। এর মধ্যে আবুল কালাম (৫০) ও চুন্নু মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অনিরাপদ বোধ করে হাসপাতাল ছেড়েছেন। বাকি দুজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনের সাইট প্রকৌশলী অহিদুল ইসলাম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে রাহাতের বিরুদ্ধে কলাপাড়া থানায় অভিযোগ দিয়েছেন।

শ্রমিকদের সরদার মিন্টু মোল্লা জানান, ঘটনার দিন নির্মাণাধীন ভবনের ছয় তলার সিলিং প্লাস্টারের কাজ করছিল শ্রমিকরা। এ সময় বাতাসে বালু উড়ে গিয়ে পার্শ্ববর্তী উপজেলা চেয়ারম্যানের বাস ভবনে পড়ায় তিনি শ্রমিকদের গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি ভবনে উঠে লোহার পাইপ দিয়ে তাদের এলোপাতাড়িভাবে পেটাতে থাকেন। এতে চার শ্রমিক গুরুতর আহত হন এবং অন্যরা ভয়ে দৌড়ে ভবন থেকে পালিয়ে যান।

প্রকৌশলী অহিদুল ইসলাম দাবি করেন, ‘শ্রমিকদের নিরাপত্তা ও ওপর থেকে নির্মাণসামগ্রী ছিটকে যাতে নিচে না পড়ে সেজন্য ত্রিপল টানানো হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে অহেতুক শ্রমিকদের পিটিয়ে গুরুতর আহত করেন। এ ছাড়া নির্মাণ কাজ বন্ধ না করলে শ্রমিকদের আরও ভয়ানক পরিস্থিতি হবে বলে হুমকি দেন।’

প্রজেক্ট প্রকৌশলী মো. জামাল হোসেন দাবি করেন, ‘উপজেলা চেয়ারম্যান এর আগেও নির্মাণশ্রমিকদের গালিগালাজসহ কাজ না করতে ভীতি প্রদর্শন করেছেন। তবে কী কারণে ভবনটির নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন- তা বুঝতে পারছি না।’

উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান দাবি করেন, ‘ভবন মালিকসহ শ্রমিকদের বারবার বলার পরও নির্মাণাধীন ভবন থেকে উপকরণ ছিটকে পড়া বন্ধ করেনি। এতে বাসায় চলাফেরা করা বিপজ্জনক হয়ে উঠেছে। শুক্রবারও ওপর থেকে কাঠের টুকরো ছিটকে পড়ায় দুর্ঘটনার শঙ্কা দেখা দেওয়ায় দুই শ্রমিককে কাঠের টুকরো দিয়ে দুয়েকটা আঘাত করেছি। এতে হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো কিছু হয়নি।’

কলাপাড়া থানার ওসি জসিম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’