ঝালকাঠি সদর হাসপাতালে আগুন, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

ঝালকাঠি সদর হাসপাতালের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যুৎ সংযোগের সিডিডিপি পুড়ে গেছে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রচণ্ড গরমে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। 

হাসপাতাল সূত্র জানায়, শনিবার (৯ জুলাই) বিকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে হাসপাতালের বিদ্যুৎ সংযোগের সিডিডিপি পুড়ে যায়।
 
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঝালকাঠি সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহির বলেন, পুড়ে যাওয়া বিদ্যুতের সিডিডিপির দাম নিরূপণের জন্য গণপূর্ত বিভাগকে খবর দেওয়া হয়েছে। হাসপাতালে বিকল্পভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে।