চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুজনের ১০ বছর করে কারাদণ্ড

বরিশালে চাকরি দেওয়ার কথা বলে যৌন ব্যবসায় বাধ্য করার দায়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৩১ জুলাই) বিকালে এ দণ্ডাদেশ দিয়েছেন বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উজিরপুর উপজেলার বাগড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে ফারুক হোসেন ও একই উপজেলার জামবাড়ি এলাকার পারুয়ার মেয়ে মিনি পারুয়া। রায় ঘোষণার সময় ফারুক আদালতে উপস্থিত থাকলেও মিনি পারুয়া পলাতক ছিল।

মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম সোহাগ বলেন, ‘২০০৯ সালের ৫ জানুয়ারি চাকরি দেওয়ার কথা বলে উজিরপুর উপজেলার দুই বোনকে ঢাকার মিরপুরে এনে যৌন ব্যবসায় বাধ্য করে ফারুক ও মিনি পারুয়া। দীর্ঘদিন তাদের সন্ধান করে পায় পরিবার। বিষয়টি জানাজানি হলে ওই বছরের ৩ মার্চ দুই বোনকে উজিরপুরগামী লঞ্চে উঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ২৭ মার্চ ফারুক ও মিনি পারুয়াসহ চার জনকে আসামি করে মামলা করেন এক বোন। একই বছরের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার এসআই মিজানুর রহমান আসামি ফারুক ও মিনি পারুয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় দেন বিচারক। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’