দুলাভাইকে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর ফোনখোলা এলাকায় শাবল দিয়ে পিটিয়ে বোনের স্বামী কেতাব আলী সরদারকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আন্ধারমানিক এলাকার মৃত বেলায়েত আলী সরদারের ছেলে। হামলাকারী টিপু হাওলাদার একই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে।

নিহত ব্যক্তির স্ত্রী শাহিনা বেগম জানান, সম্প্রতি ভাইবোনদের মধ্যে জমি ভাগ বাটোয়ারা করে দেন তার বাবা। আজ টিপু বোনের ভাগের জমিতে চাষ দেওয়া শুরু করে। বিষয়টি চর থেকে সেখানকার বাসিন্দারা জানালে কেতাব ঘটনাস্থলে যান। সেখানে যাওয়ার পর দুজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে টিপু তার হাতে থাকা শাবল দিয়ে কেতাব আলীর মাথায় সজোরে আঘাত করে। এতে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রাম পুলিশ মো. খলিল বলেন, কেতাব প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর কাছে টাকা পাঠান। ওই টাকায় জমি কিনে শ্বশুর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ভাগ করে দেন। এ নিয়ে কেতাব আলীর সঙ্গে শ্বশুর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। বিবদমান জমিতে চাষাবাদ নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে টিপু ভগ্নিপতি কেতাব আলীর মাথায় শাবল দিয়ে আঘাত করে। এর আগে কেতাব তার হাতে থাকা দা দিয়ে টিপুকে কোপ দেয়।

কাজিরহাট থানার ওসি জুবাইর আহমেদ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভগ্নিপতি কেতাব আলী শ্যালক টিপুকে দা দিয়ে কোপ দেয় এবং টিপু তার হাতে থাকা শাবল দিয়ে আঘাত করলে তিনি মারা যায়। এ ঘটনায় টিপুকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো। মামলার প্রস্তুতি চলছে।