বরিশালে ৫ শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

বরিশালের গৌরনদী উপজেলার চার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি আলিম মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। এসব প্রতিষ্ঠানের তালা ও আলমারি ভেঙে ৯টি ল্যাপটপ, চারটি প্রজেক্টর এবং টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে চোরেরা।

এসব ঘটনায় মঙ্গলবার (৩০ আগস্ট) গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল।

গাউছিয়া আবেদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব বলেন, ‘সোমবার রাতের যেকোনো সময় লাইব্রেরির তালা ভেঙে কক্ষে ঢুকে চারটি স্টিলের আলমারির লকার ভেঙে ছয়টি ল্যাপটপ, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার সকালে মাদ্রাসায় আসার পর বিষয়টি আমাদের নজরে আসে। এরপর থানায় জিডি করা হয়।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল বলেন, ‘সোমবার রাতে উপজেলার বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর চুরি করে নিয়ে যায় চোরেরা। রাতের কোনও একসময় এ ঘটনা ঘটে। সকালে বিদ্যালয়ে আসার পর বিষয়টি জানতে পারেন শিক্ষকরা। এছাড়া কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরির তালা ভাঙার সময় নৈশপ্রহরী টের পেলে পালিয়ে যায় চোরেরা।’

তিনি বলেন, ‘গত শনিবার রাতে রামসিদ্ধি বাজার, উত্তর চাঁদশী, সাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরির তালা ভেঙে কক্ষে ঢুকে একটি করে ল্যাপটপ ও একটি করে প্রজেক্টর চুরি করে নিয়ে যায় চোরেরা।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন বলেন, ‘চুরির ঘটনায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’