X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১:০৪

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে অবস্থিত একটি ফার্নিচার কারখানায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযানে কারখানার মালিক মো. আবদুর রব্বানিকে (৪৫) আটক করা হয়। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কুচুখাইন এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।

আটক করা হয়েছে কারখানা মালিককে

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, অবৈধভাবে মজুত করা প্রায় ৬০০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। মজুদ করা চিনি ভারতীয় চিনি হিসেবে জেলা কৃষি বিপণন কর্মকর্তা নিশ্চিত করেছেন। কারখানার মালিক চিনি কেনার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মজুত করা চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ঢুকানো হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি আছে। এসব চিনি চোরাচালানের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে। চিনি এবং আটক ব্যক্তিকে থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। যেহেতু চোরাচালানের মাধ্যমে এসব চিনি দেশে আনা হয়েছে এ কারণে বিশেষ ক্ষমতা আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, অবৈধভাবে মজুদ করা ৬০০ বস্তা চিনি জব্দের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের এবং চান্দগাঁও থানার এসআই রিয়াদ উছ সালেহীন ও পুলিশের একটি টিম।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
সর্বশেষ খবর
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি