কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে সাত ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য মো. জুয়েল বলেন, বিকালে ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে আসে। ধারণা করছি, এটি কয়েকদিন আগে সাগরে মারা গেছে। ইতোমধ্যে পেটের একটি অংশ ফেটে গেছে এবং এটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডলফিনটি পচে যাওয়ায় এটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এর কারণ অনুসন্ধানের দাবি জানাচ্ছি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে। আমাদের টিম সার্বক্ষণিক বিচে কাজ করছে।