পূর্বাঞ্চলের ৭ রুটে নিয়ম না মেনে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া 

বরিশাল সদর উপজেলার চরকাউয়া থেকে পূর্বাঞ্চলের সাতটি রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। সোমবার (৫ সেপ্টেম্বর) নগরীর সদর রোডে সাধারণ যাত্রীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।  

বাকেরগঞ্জ ‍উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফারুক হোসেন মল্লিকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসিন ‍উল ‍ইসলাম হাবুল ও অ্যাডভোকেট একে আজাদসহ অন্যান্যরা।

‍বক্তারা বলেন, সারাদেশে বিআরটিএর নির্ধারিত বাস ভাড়া আদায় হলেও এর ব্যতিক্রম করছে চরকাউয়া বাস মালিক সমিতি। তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায় করছেন। 

বক্তারা যাত্রী হয়রানি বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক এবং বিআরটিএ’র পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।