পড়ে যাওয়া যুবককে চাপা দিলো সিআইডির গাড়ি

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গাড়ির ধাক্কায় একটি ওষুধ কোম্পানির এক ডেলিভারি সহকারী নিহত হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সিআইডির গাড়িটি পিরোজপুর যাওয়ার পথে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সোহাগ (২৮)। তিনি নাজিরপুরে একমি ল্যাবরেটারিজ লিমিটেডে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলার সদর উপজেলায়। নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওষুধ প্রতিষ্ঠানটির পিরোজপুরে কর্মরত সিনিয়র মেডিক্যাল প্রমোশন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, সোহাগ বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হেঁটে যাওয়ার সময় সিআইডির পিকআপ ভ্যানটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে এ সময় সে মাটিতে পড়ে যায়। এরপর শরীরের বাম পাশের ওপর দিয়ে গাড়িটি সোহাগকে চাপা দেয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন সোহাগকে উদ্ধার প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।