বিয়ের চার মাস পর তালাক, নারীর গায়ে আগুন

বরিশাল নগরীতে মোর্শেদা বেগম (২১) নামে এক নারী ‘কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়েছেন’ বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউ ভাটিখানা এলাকায় সাবেক স্বামীর বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ মোর্শেদাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সাবেক স্বামী সোহেল রানার বাসার বাথরুম থেকে মোর্শেদাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরপরই সোহেলের পরিবারের লোকজন পালিয়ে গেছেন। সোহেল ঢাকায় সবজি বিক্রি করেন। তাকেও বাড়িতে পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার এস আই শহিদুল ইসলাম বলেন, ‘মোর্শেদার সঙ্গে চার মাস আগে সোহেল রানার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে সম্প্রতি মোর্শেদাকে তালাক দেন সোহেল। এ ঘটনায় পারিবারিক আদালতে মামলা করেন মোর্শেদা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আদালতে মামলা মীমাংসার নির্ধারিত তারিখ ছিল। ওই দিন সোহেল আদালতে উপস্থিত হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এরপর আদালত থেকে যে যার বাড়িতে চলে যান।’

এস আই শহিদুল ইসলাম আরও বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউ ভাটিখানা এলাকায় সাবেক স্বামীর বাসায় গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন মোর্শেদা। এ সময় সোহেলের পরিবারের লোকজন পালিয়ে যান। মোর্শেদার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাকে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।’

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৪-এর সহকারী রেজিস্ট্রার চিকিৎসক আজিজুর রহমান বলেন, ‘রোগীর অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানিয়েছি আমরা।’

নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা বলেন, ‘কাবিননামার ৫০ হাজার টাকার জন্য পারিবারিক আদালতে মামলা করেন মোর্শেদা। বিষয়টি আদালতে মীমাংসা না হওয়ায় গায়ে আগুন দিয়েছেন বলে প্রতিবেশীরা আমাকে জানিয়েছেন। এর বেশি কিছু জানি না।’