প্রতিমাকে আর কালো কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয় না: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সব ধর্মের লোক এখন নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘এখন হিন্দু সম্প্রদায়ের লোকেদের এখন আর প্রতিমাকে কালোকাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয় না। তাদের দেশ ছেড়ে যাওয়া লাগে না। কেউ হিন্দুদের এখন আর গালি দিয়ে দেশ ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয় না।’

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের দাসপাড়ায় শ্রী শ্রী দুর্গামন্দির কমিটির আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে শ ম রেজাউল করিম বলেন, ‘আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে লুটপাট পার্টি আসবে, আর তখন উন্নয়ন থেমে যাবে।’

‘রাজাকারদের পক্ষে যেই বিএনপি, তাদের লোকেরা কোনোভাবে যেন দাঁড়াতে না পার’, হুঁশিয়ারি করে তিনি বলেন, ‘বিএনপি-ও এক প্রকার রাজাকার। কারণ বিএনপিইতো সাঈদীকে এমপি বানিয়েছে। সাঈদীর মত রাজাকারকে যারা এমপি বানায়, তারা কি ভালো লোক? বিএনপি আবার আসলে কিন্তু মন্দিরে হামলা করবে। যাদের কাছে মন্দির নিরাপদ, যাদের কাছে হিন্দুরা নিরাপদ; তাদের নিয়ে আমাদের এক থাকতে হবে। মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার জন্য।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দাস। এসময় আরও উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান ও পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন প্রমুখ।