অধ্যক্ষকে নিজ কক্ষে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণ দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে ক্যাম্পাসে অবরুদ্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।

তারা অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহকে তার কক্ষে তালাবদ্ধ করে রাখেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণসহ ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় অবস্থান নেন। এতে দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা ঘটনাস্থলে এসে দাবি আদায়ের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে চলে যান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, অধ্যক্ষ শ্রেণিকক্ষে বিনা কারণে শিক্ষার্থীদের হেনস্তা করেন, ধর্ম নিয়ে কটাক্ষ করেন, কল্যাণ তহবিলের নামে অর্থ নিলেও তা শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যবহার না করা, শিক্ষার্থীদের বিনা কারণে মাদক মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। এসব কারণে তারা পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভে নেমেছেন।

এদিকে অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।