জামিন পেয়ে বাড়ি যাওয়ার পথে হত্যা মামলার আসামি নিহত

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে বাড়ির যাওয়ার পথে হত্যা মামলার আসামি শাহজাহান বেপারী (৫৯) নিহত হয়েছেন। তিনি মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার মৃত কদম বেপারীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই রুহুল আমিন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে মোটসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, মীরগঞ্জ ফেরীঘাট সংলগ্ন দেলোয়ার হোসেনের বাড়ির সামনে মোটরসাইকেল থেকে পড়ে আহত হন শাহজাহান। পরে অ্যাম্বুলেন্সে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ২৪ মে চর কমিশনার গ্রামের ঘেরের পাশে দুই শিশু সন্তানের জনক মনির হাওলাদারের দুই চোখ উপড়ানো ও গলা কাটা করা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মুলাদী থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় গত ৬ নভেম্বর শাহজাহান বেপারীকে গ্রেফতার করা হয়। ৭ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।