যারা জনগণের ভাষা বোঝে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দেশের স্বাধীনতার পর ৫১ বছর ধরে যারা ক্ষমতায় ছিল বা আছে তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।’

শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী চরমোনাই মাহফিলে ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলনে উপস্থিত ওলামারা চরমোনাই পীরের নেতৃত্বে আগামী দিনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার শপথ নেন। এ সময় তারা দেশের সব ওলামাকে দেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্যরা।