‘শেখ হাসিনা আমাদের একমাত্র সেনাপতি’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘শেখ হাসিনা আমাদের একমাত্র সেনাপতি। তিনি যে নির্দেশনা দেবেন সে নির্দেশনা মতো চলবো আমরা। তিনি যেভাবে নির্দেশ দেবেন সেভাবে কমিটি করা হবে। কে সভাপতি কে সাধারণ সম্পাদক তা দেখার বিষয় নয়।’

রবিবার (২৭ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহরের কেন্দ্রীয় শহীদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আমির হোসেন আমু বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুকে হত্যা ও যুদ্ধাপরাধের বিচার করে দেশকে পাপমুক্ত করবো। তিনি  অসীম সাহসিকতার সঙ্গে সে কাজটি করেছেন। শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ ছিল চ্যালেঞ্জিং। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, তবু কখনও পিছপা হননি। তিনি অকুতোভয়ে এগিয়ে গেছেন এবং সফল হয়েছেন।’

আমু আরও বলেন, ‘আজ আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।