X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প নেই: শ ম রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৪, ২১:১০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২১:১০

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা জীবন্ত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সবসময় উৎসাহিত করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়তো না, অসুস্থ মুক্তিযোদ্ধাদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা হতো না এবং মুক্তিযোদ্ধা পরিবার সম্মানিত হতো না।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, ‘তাদের সম্মানিত করা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। যেটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করছেন।’

মতবিনিময় শেষে ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন শ ম রেজাউল করিম। দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন। 

এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে শ ম রেজাউল করিম বলেন, ‘উপজেলা পরিষদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা ঠিক রাখতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব কাজ দায়িত্বশীলতার সঙ্গে করতে হবে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। জনগণ যাতে সঠিক সেবা পায় সেদিকে সবসময় খেয়াল রাখবেন। সবসময় মনে রাখবেন আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই।’

অন্যায়ভাবে কাউকে হয়রানি করতে পুলিশকে নিষেধ করে রেজাউল করিম বলেন, ‘থানা থাকবে দালালমুক্ত। কোনও মাস্তান ও সন্ত্রাসীর স্থান হবে না। আমি কোনও মাদক ও সন্ত্রাসীর বিষয়ে থানায় কোনোদিন সুপারিশ করবো না। মাদকসেবী, সন্ত্রাসী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইন্দুরকানী উপজেলাকে উন্নয়নের রোল মডেল করে দেবো। এজন্য আপনাদের সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদ মো. ইব্রাহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা ও ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

/এএম/
সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ