গলাচিপায় হঠাৎ বিস্ফোরণের শব্দ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে গলাচিপা পৌর শহরের সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুরঘাট থেকে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে তিন বার বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ভূমি অফিসের তহশিলদার মিলন মিয়া পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসের পুকুরঘাট থেকে চারটি ককটেল এবং তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে এসব ককটেল ও পেট্রোল বোমা থানায় নিয়ে যাওয়া হয়।

গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মিলন মিয়া বলেন, ‘প্রথমে ভেবেছিলাম বিদ্যুৎ বিভ্রাট। পরে শব্দ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেই।’ 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, তিন বার বিকট শব্দ হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পুকুরঘাটের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছি। এগুলো কারা সেখানে রেখে গেছে তা নিশ্চিত হতে পারিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।