‘টাকা খেয়ে শিক্ষক নিয়োগ দেবেন না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তা অতীতে কেউ করতে পারেনি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, ‘যুগান্তকারী পদক্ষেপ নেওয়ায় আজ শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সম্প্রসারিত হচ্ছে শিক্ষাব্যবস্থা। তবে এখন দরকার শিক্ষার গুনণত মান বৃদ্ধি করা। শুধু সার্টিফিকেট অর্জন নয়, মানবিকতা মূল্যবোধ ও নৈতিকতা অর্জন করতে হবে শিক্ষার্থীদের।’

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কামারকাঠির নবকুমার ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘শিক্ষা যেন মানুষের বাস্তব জীবনে কাজে আসে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন প্রধানমন্ত্রী। এজন্য বাংলাদেশে সর্বপ্রথম তিনি মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। প্রতিটি বিভাগীয় শহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। শিক্ষার প্রসারে ডিজিটাল ল্যাব তৈরি করে দিচ্ছেন। নতুন কারিকুলামে শিক্ষকরা যাতে অভ্যস্ত হতে পারেন সেজন্য প্রশিক্ষণ চলছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তারা প্রশিক্ষণ নিয়ে আমাদের সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারেন।’

মানুষ তার কীর্তির মধ্যে বেঁচে থাকেন উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানকে লুটপাটের জায়গা মনে করবেন না। খারাপ লোকদের পরিচালনা পর্ষদে আনবেন না। টাকা খেয়ে শিক্ষক নিয়োগ দেবেন না।’

শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরবিন্দ কর, বিদ্যালয়ের সাবেক ছাত্র মেজর (অব.) মো. নাজমুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বেবি রানী দে ও পুলিশ কর্মকর্তা মো. মোরশেদ তোয়া প্রমুখ।

১৯২০ সালে প্রতিষ্ঠিত কামারকাঠি নবকুমার ইনস্টিটিউশন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পায়। শতবর্ষ উদযাপন উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মোটর শোভাযাত্রা বের করা হয়।