প্রেমিককে নিয়ে স্বামীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্ত্রীসহ গ্রেফতার ৪

বরিশালের গৌরনদীর পিঙ্গলাকাঠী গ্রামে স্বামী সৌরভ বেপারিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় স্ত্রী ও তার প্রেমিকসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন—সৌরভের স্ত্রী রাবেয়া আক্তার মুসকান, তার প্রেমিক আবু সাঈদ সিয়াম ফকির, সহযোগী রাজন সিকদার ও রায়হান খন্দকার। এ ঘটনায় ২৮ জানুয়ারি সৌরভের বাবা কবির বেপারি হত্যাচেষ্টা মামলা করেন।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ নভেম্বর পিঙ্গলাকাঠী গ্রামের রাবেয়া আক্তার মুসকানের সঙ্গে একই গ্রামের সৌরভের বিয়ে হয়। বিয়ের আগে থেকে উপজেলার কালনা গ্রামের আবু সাঈদ সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুসকানের। সৌরভ একটি ব্যাংকে ড্রাইভার পদে কর্মরত। সম্প্রতি মুসকান তার প্রেমিক সিয়ামকে নিয়ে সৌরভকে হত্যার পরিকল্পনা করেন। এরই মধ্যে ছুটিতে বাড়ি এলে গত ২৫ জানুয়ারি দুপুরে সৌরভকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান মুসকান। ওই দিন বিকালে সৌরভকে নিয়ে গৌরনদী বন্দরে ঘুরতে যান। সন্ধ্যা ৭টার দিকে ইজিবাইকযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে কৌশলে প্রেমিক সিয়ামের বাড়ির কাছাকাছি গিয়ে স্বামীকে নিয়ে ইজিবাইক থেকে নেমে হাঁটতে থাকেন মুসকান।’

‘কিছু দূর যেতেই সহযোগীদের নিয়ে সৌরভের ওপর হামলা চালান সিয়াম। সেইসঙ্গে সৌরভকে কুপিয়ে আহত করেন। এ সময় পাশে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন মুসকান। সৌরভের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে সৌরভকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা করেন সৌরভের বাবা। গত ৩০ জানুয়ারি মুসকান ও সিয়ামের সহযোগী রায়হান খন্দকারকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল মঙ্গলবার ঢাকা থেকে মুসকানের প্রেমিক সিয়াম ও তার সহযোগী রাজন সিকদারকে গ্রেফতার করা হয়। একই দিন সিয়ামের বাড়ির পাশের জঙ্গল থেকে হামলায় ব্যবহৃত ধারালো চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়’ সংবাদ সম্মেলনে বলেছেন পুলিশ সুপার।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত মুসকান ও তার প্রেমিক সিয়াম জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’