নিখোঁজ গৃহবধূর লাশ মিললো ডোবায়

ভোলার লালমোহন উপজেলার একটি ডোবা থেকে নিখোঁজ বাকপ্রতিবন্ধী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, ওই গৃহবধূকে হত্যা করে দুর্বৃত্তরা তার লাশ ডোবায় ফেলে দিয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ ফুল বাগিচা গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম স্বপ্না আক্তার। তিনি ফুল বাগিচা গ্রামের মো. আলমগীর হোসেনের মেয়ে এবং দুই সন্তানের জননী। লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্বপ্নার স্বামী দ্বিতীয় বিয়ে করে খাগড়াছড়িতে থাকেন। যার কারণে তিনি গত দুই মাস ধরে তার বাবার বাড়িতে অবস্থান করেছিলেন। গত রবিবার (৫ মার্চ) সকাল থেকে নিখোঁজ ছিলেন। বাগানের মধ্যের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন তার লাশ দেখতে পেয়ে লালমোহন থানার পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা লাশ ওই ডোবায় ফেলে দিয়ে পালিয়ে গেছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে গেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। পুলিশের ধারণা, স্বপ্নাকে হত্যা করে দুর্বৃত্তরা তার লাশ ডোবায় ফেলে দিয়েছে। তবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কি না সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।