বঙ্গবন্ধুর জন্মদিনে আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেলো সহায়তা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট পরিবারের মধ্যে টিন ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৪ বান টিন এবং ১২ হাজার টাকা দেওয়া হয়।

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত আট পরিবারকে ঘর উত্তোলন করার সব খরচ দেওয়ার আশ্বাস দেন। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান তিনি। এ সময় মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

সম্প্রতি নগরীর আদিশ্মশান এলাকায় আটটি পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। এতে ছেলে মেয়ে নিয়ে পথে বসেন হতদরিদ্র পরিবারগুলো।