পিরোজপুরে গণপিটুনিতে একজন নিহত

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে গণপিটুনিতে কবির মৃধা (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (৩১) রাতে বাদুরা এলাকার একটি বাড়িতে চুরি করার সময় তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। নিহত ব্যক্তি বাদুরা গ্রামের কাদের মৃধার ছেলে।

শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৩টার দিকে কবির মৃধা চুরির উদ্দেশ্যে পনির মৃধার ঘরের দরজার খিল চাকু দিয়ে খুলে ঘরে ঢুকে। এ সময় পনির মৃধার স্ত্রী শাহিদা বেগম টের পেয়ে জেগে ওঠে কবিরকে ধরতে গেলে তার ওপর হামলা করে। পনিরও জেগে উঠলে কবির তাদের দুজনকে কামড় দিয়ে আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে চোরকে আটক করে এবং গণপিটুনি দেয়। সকাল ৮টার দিকে আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

চেয়ারম্যান আরও জানান, আহত পনির ও তার স্ত্রীকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির মৃধা একজন পেশাদার চোর। বাড়ি বাদুরা এলাকায় হলেও তিনি বাগেরহাটে থাকতেন।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, নিহতের বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ইন্দুরকানী থানায় ছয়টি চুরির মামলা রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো  হয়েছে।