মেঘনায় ৩ ট্রলারডুবি: ৩৬ জেলেকে জীবিত উদ্ধার

ভোলার মনপুরায় উত্তাল ঢেউয়ের তোড়ে মেঘনা নদীর মোহনায় তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসব ট্রলারে ৩৬ জন জেলে ও মাঝি ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে ১৬ জনকে তাৎক্ষণিক এবং ট্রলারডুবির কয়েক ঘণ্টা পর বাকি ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার চর নিজামের পূর্বপাশের মেঘনায় মাছ ধরাকালীন ঢেউয়ের তোড়ে ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে দুটি মনপুরার ও অপরটি নোয়াখালীর সুবর্ণচরের বলে জানা গেছে।

ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, বুধবার বেলা ১১টার দিকে দুর্ঘটনার খবর পাই। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধার করা হয়।

জনতা মাছ ঘাটের আড়তদার এনাম হাওলাদার বলেন, ‌‘প্রায় চার ঘণ্টা পর সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে উদ্ধারকারী ট্রলারটি ঘাটে ফিরেছে। এখন আর কেউ নিখোঁজ নেই।’

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ট্রলারডুবির ঘটনায় মালিক কিংবা মাছের আড়তদার কেউ পুলিশকে জানায়নি। তবে বিভিন্ন মাধ্যমে ট্রলারডুবির খবর পেয়েছি আমরা।