ডুবোচরে ধাক্কা লেগে ডুবে গেছে ক্লিংকারবাহী কার্গো জাহাজ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার মল্লিকপুর এলাকায় মেঘনা নদীর ডুবোচরে ধাক্কা লেগে ডুবে গেছে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারবাহী কার্গো জাহাজ। তবে ডুবে যাওয়ার আগে জাহাজের ১২ নাবিক ও কর্মচারীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মল্লিকপুর এলাকায় মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়।

কার্গো জাহাজের মাস্টার মো. হাসান জানিয়েছেন, কার্গোতে ৯৪০ মেট্রিক টন সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। যার আনুমানিক মূল্য কোটি টাকার বেশি। এসব কাঁচামাল প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে কার্গোর মাস্টার বলেন, ‘শনিবার বিকালে ঢাকার সদরঘাট থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে খুলনার বৈঠাকাটা এলাকার উদ্দেশে রওনা হই। রাতে হরিনা এলাকায় নোঙর করি। রবিবার সকালে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলাম। উলানিয়া সংলগ্ন মল্লিকপুর এলাকায় মেঘনা নদীর ডুবোচরে সজোরে ধাক্কা লেগে কার্গোটি ঘুরে যায়। এতে কার্গোর তলা ফেটে পানি উঠতে শুরু করে। ইঞ্জিন রুমে থাকা কর্মচারী দৌড়ে ওপরে এসে বিষয়টি আমাকে জানান। পরে কোস্টগার্ড এসে আমাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমাদের চোখের সামনে ডুবে যায় কার্গোটি।’

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বলেন, ‘ক্লিংকার নিয়ে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিয় প্রিমিয়াম-৫ নামের ওই কার্গোটি। বেলা সোয়া ১১টার দিকে ইঞ্জিন কক্ষের তলা ফেটে পানি উঠতে থাকে। এ সময় টহলরত কোস্টগার্ড বিষয়টি দেখে ঘটনাস্থলে ছুটে যায়। কার্গো থেকে ১২ নাবিক ও কর্মচারীকে উদ্ধার করে স্পিডবোটে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।’

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কার্গো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ডুবোচরে ধাক্কা লাগায় কার্গোর তলা ফেটে গেছে। জোয়ার আসার সময় কার্গোর মাস্তুল ও পেছনের কিছু অংশ পানির ওপরে দেখা যাচ্ছে। কার্গোটির নিরাপত্তায় রয়েছি আমরা।’