দুই বাসের সংঘর্ষে ২৫ যাত্রী আহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর আশোকাঠীতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে একটি পুকুরে পড়েছে অন্যটি গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে। এতে উভয় বাসের ২৫ যাত্রী আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী ও বরিশালগামী ইলিশ পরিবহনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

আহত যাত্রী রিয়াদ হোসেন বলেন, ঢাকা থেকে ইলিশ পরিবহনের বাস বরিশালের উদ্দেশে ও বিপরীতগামী বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে সাইড দিতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় ইলিশ পরিবহনের বাসটি মহাসড়কের পাশে পুকুরে ও শ্যামলীর বাস মহাসড়কের পাশে গাছের ওপর পড়ে। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে যান।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, সব যাত্রী কমবেশি আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যার মতো গন্তব্যে চলে গেছেন। পুকুরে পড়া বাস উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।