শিশুর বাঁকা ঘাড় সোজা করতে তলপেটে অপারেশন: তদন্ত কমিটি গঠন

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর বাঁকা ঘাড় সোজা করতে তলপেটে অপারেশনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম। সার্জারি বিভাগের প্রধান ডা. নাজমুল হককে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন একই বিভাগের ডা. নাজমুল হাসান ও সৌরভ সুতার। 

পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ‌‘কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী শিশুটির নাম মো. রায়হান (৬)। সে নথুল্লাবাদ এলাকার লুৎফর রহমান সড়কের মো. শাহ আলমের ছেলে। শিশুটির মা সুমি বেগম বলেন, ‘গত ১৬ জুলাই হাসপাতালের দোতলায় শিশু সার্জারি ওয়ার্ডে রায়হানকে ভর্তি করা হয়। সেখান থেকে শিশু সার্জারি বিভাগের ২ নম্বর বেডে নেওয়া হয়। ভর্তির পর সার্জারি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম দেখে চারটি পরীক্ষা দেন। সেই পরীক্ষা করিয়ে দেখানোর পর তিনি সিদ্ধান্ত দেন, ঘাড়ের একটি নালিতে মাংস জমেছে। অপারেশন করলে ঠিক হয়ে যাবে। এরপর অপারেশনের তারিখ দেওয়া হয় ২২ জুলাই। ওই দিন অপারেশন থিয়েটারে নিয়ে ছেলের ঘাড়ের পরিবর্তে তলপেটে অপারেশন করেন চিকিৎসক। তবে তলপেটে অপারেশনের বিষয়টি আমাদের জানানো হয়নি।’ 

শিশুটির বাবা শাহ আলম বলেন, ‘যখন চিকিৎসক বুঝেছেন ভুল হয়েছে, তখন রোগীর ফাইল সরিয়ে ২৪ জুলাই ছাড়পত্র দেওয়া হয়। সেখানকার নার্সদের কাছে ছেলের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, দুই সপ্তাহ পর ঘাড়ে অপারেশন হবে। পরপর দুটি অপারেশন শিশুর শরীরে সহ্য হবে কিনা প্রশ্ন করলে তারা বলেন, সময় করে নিয়ে আসলে ঘাড়ের অপারেশন করে দেওয়া হবে। তলপেটে অপারেশন করলো কী কারণে এর সঠিক উত্তর কেউ দিতে পারেননি নার্সরা। এ অবস্থায় শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. তৌহিদুল ইসলামের সঙ্গে দেখা করি। তিনি বলেছেন, হার্নিয়া অপারেশন করা হয়েছে। কিন্তু আমার ছেলের এ ধরনের কোনও সমস্যা ছিল না। এ ঘটনায় মামলা করবো।’

এ বিষয়ে ডা. তৌহিদুল ইসলাম বলেছেন, ‘শিশুটির অপারেশন আমি করিনি। সেখানে যারা দায়িত্বে ছিলেন, তারা অপারেশন করেছেন। পরে জানতে পেরেছি, শিশুটির হার্নিয়া ছিল। যে কারণে ঘাড়ের বিষয়টি বাদ দিয়ে হার্নিয়া অপারেশন করা হয়েছে। তবে অপারেশনের কথা শিশুটির বাবা-মাকে জানানো হয়েছিল।’

আরও পড়ুন: ঘাড়ের সমস্যার জন্য তলপেটে অপারেশন