পিরোজপুরে সাঈদীর মরদেহ, দাফন করা হবে নিজের গড়া ফাউন্ডেশনের কবরস্থানে

পিরোজপুরে পৌঁছেছে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মরদেহ। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে থাকা সাঈদী ফাউন্ডেশনে জানাজা শেষে সেখানের কবরস্থানে তাকে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর পিরোজপুর নেতা জহিরুল ইসলাম। ওই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেলাওয়ার হোসেন সাঈদী নিজেই।

জহিরুল ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম জোহরের নামাজের পর জানাজা দিতে। কিন্তু প্রশাসন থেকে আগেভাগেই জানাজা ও দাফনকাজ সম্পন্ন করতে বলা হয়েছে। মরদেহ এসেছে। কবর খোঁড়াসহ অন্যান্য কাজও শেষের পথে।

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াতের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের সাঈদখালী গ্রামে। তার বাবার নাম প্রয়াত ইউসুফ সাঈদী, মায়ের নাম সালেহা বেগম।

এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর খবরে খুলনার বসুপাড়ায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে। বৈঠকে মরদেহ মাদ্রাসায় আনা এবং অসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে আলোচনা হয়। জীবদ্দশায় সাঈদীর করে যাওয়া অসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসায় নির্ধারিত স্থান রয়েছে। তবে খুলনা আওয়ামী লীগের প্রতিবাদ ও থানায় জিডির মুখে সেখানে নেওয়া হয়নি।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।