স্কুলে বজ্রাঘাত, শিক্ষকসহ আহত ১৩

পটুয়াখালীতে বজ্রাঘাতে এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৫ শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গাবালী উপ‌জেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী সরকা‌রি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৌডুবী সরকা‌রি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের ইংরেজি শিক্ষক সু‌জিৎ চন্দ্র দাস এবং ষষ্ঠ শ্রেণির ১২ শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আমাদের ইংরেজি ক্লাস নিচ্ছিলেন সু‌জিৎ চন্দ্র স্যার। সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রাঘাত হলে বিকট শব্দে শ্রেণিকক্ষে থাকা শিক্ষকসহ জানালার পাশে থাকা ১২ শিক্ষার্থী আহত হয়। এতে ৫ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন।

অজ্ঞান অবস্থায় শিক্ষার্থী ফাতিহা (১১), তহুরা (১১), তামিমা (১২), কা‌রিমা (১১) ও সা‌বিহাকে (১১) উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে। অন্য আহতদের প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে তাদের বাড়িতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মৌডুবী সরকা‌রি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের ইংরেজি শিক্ষক সু‌জিৎ চন্দ্র দাস ব‌লেন, ‘হঠাৎ প্রচণ্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। জানালার পাশে থাকা শিক্ষার্থীরা বেশি আহত হয়েছেন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান ব‌লেন, ‘আমরা আহতদের যথাযথ চি‌কিৎসা নিশ্চিতের জন‌্য সর্বাত্মক চেষ্টা কর‌ছি। আহত ৫ জনকে উন্নত চি‌কিৎসার জন‌্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোটযোগে চিকিৎসক পাঠানো হয়েছে। আহত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।