যাত্রীবাহী বাস পুকুরে পড়ে হেলপার নিহত, আহত ১৫

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে হেলপার নিহত এবং ১৫ যাত্রী আহত হয়েছেন। নিহত হেলপার আল-আমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে।

আহত যাত্রীদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী টিটু হাওলাদার জানান, শনিবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ৪২ জন যাত্রী নিয়ে গ্রিন লাইফ পরিবহনের যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দেয়। এ সময় সামনের একটি থ্রি-হুইলার রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে পুকুরে নামিয়ে দেয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, ‘সেচপাম্প দিয়ে পুকুরের পানি সেচে দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে তোলা হয়েছে। বাসের নিচ থেকে হেলপার আল-আমিন হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’