পিরোজপুরে প্রতিবন্ধীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ৩

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠিতে এক বাকপ্রতিবন্ধীর স্ত্রীকে ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. আনোয়ার হোসেন, মো. রাকিব হোসেন (২৩) ও মো. ইউনুস মিয়াকে (৩৫) আসামি করে মামলা করা হয়। ধর্ষিতা নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর পুলিশ আসামিদের গ্রেফতার করে শনিবার (২৭ জানুয়ারি) সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছেন।

গত ২৫ ডিসেম্বর সন্ধ্যার পরে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার এক মাস পরে থানায় মামলার বিষয়ে পুলিশ বলছে, তখন কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী একজন বাকপ্রতিবন্ধী। তার স্বামী আসামি রাকিবের ট্রলারে থেকে নদীতে মাছ ধরতো। এ কারণে রাকিবের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক ছিল। আসামি আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে রাস্তাঘাটে ভুক্তভোগীকে খারাপ প্রস্তাব দিতো। ঘটনার দিন সন্ধ্যার পরে রাকিব ওই গৃহবধূকে ফোন করে তাদের বাড়ির জনৈক ইব্রাহিমের বসতঘরের পেছনে আসতে বলে। তিনি সেখানে গেলে রাকিবের পাশ থেকে আনোয়ার ও ইউনুস এসে তার মুখ চেপে ধরে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকিও দেওয়া হয় ওই গৃহবধূকে।

এলাকার ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ‘ওই ভুক্তভোগী নারী আমার কাছে এসেছিল। আমি তাকে থানায় যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম। তখন থানায় নাকি অভিযোগ দিয়েছিল। এমনকি অভিযুক্তরা একটা মীমাংসার জন্য আমার কাছে এসেছিল। ধর্ষণের বিষয় বলে আমি একা একা কোনও সমাধানে সাহস পাইনি।’

মামলার তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচএম শাহিন জানান, অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে শনিবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।