বাজারে আগুন লেগে পুড়েছে ২৫ দোকান

বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে আগুন লেগে ২ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ফুলঝুড়ি বাজারে বিভিন্ন ধরনের মালামালের দোকানঘরে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারে আগুন লাগার খবর শুনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

১ নম্বর বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান রাজা বলেন, ফুলঝুড়ি বাজারে আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। সেখানে গিয়ে দেখি প্রায় ২৫টির মতো দোকানঘর পুড়ে ছাই হয়েছে।

তিনি আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে।