আগৈলঝাড়া থানার এক এএসআইকে প্রত্যাহার

বরিশালের আগৈলঝাড়ায় ‍ইয়াবাসহ আটকের পরে অর্থের বিনিময়ে মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগে এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে এএসআই আবু সালেহ আগৈলঝাড়া থানা থেকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ।

এর আগে একাধিকবার পাইকারি ও খুচরা মাদক বিক্রেতাকে আটকের পর টাকার বিনিময়ে পথেই ছেড়ে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি উপজেলার গৈলা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে শিবু রায়কে ইয়াবাসহ আটক করেন এএসআই আবু সালেহ। এ সময় শিবুর সঙ্গে রাহাত নামেরও একজনকে আটক করা হয়। শিবু উপজেলার শিহিপাশা গ্রামের কামরুজ্জামান খান বাদশার ছেলে। কিন্তু টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিয়ে থানায় রাহাতকে সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর রবিবার এই এএসআইকে প্রত্যাহার করা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, আগৈলঝাড়া থানায় দায়িত্ব পালনকালে ‍এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত এএসআই। প্রথমবারের মতো অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, ইয়াবাসহ আটকের পর মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পর অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।