বরিশালে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশাল নগরীর হতদরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহার। বৃহস্পতিবার সকালে নগরীর চৌমাথা ‍এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। 

প্রতিদিনের ক্লান্তিতে ন্যুব্জ ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সবার মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার প্রয়াসে এ উপহার দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিহাদুল কবিরের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বরিশাল অঞ্চলের সদস্যরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একটি করে উপহারের ব্যাগ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম ও কৃষিবিদ হীরামন লালসহ বিভিন্ন পেশায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বরিশাল অঞ্চলের সদস্যরা।

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম, বরিশাল বাংলালিংকের ম্যানেজার ওয়াহিদুজ্জামান, বন কর্মকর্তা তন্ময় দে এবং কৃষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা প্রমুখ।